✿
পাহাড়ে বসা এক আদিবাসী যুগলের আলাপ
অশোক সিংহ
এখন আমরা কোথায় দেখা করবো ফুলমনি
কোন জঙ্গলে, কোন পাহাড়ে
দুজনের দেখা হবে!
গ্রামের পেছনের পুরো জঙ্গল
কেটে হয়েছে উজাড়
এখনতো পাহাড়ও কাটা শুরু হয়ে গেছে
দেখো না বিগত কয়েক বছরে
কতগুলো পাহাড় কাটা হয়েছে
আর যতটুকু টিকে আছে
সেগুলোর কেমন ধূসর বেরঙ্গে
মিইয়ে যাচ্ছে দিন দিন
আর অল্প বিস্তর যতটুকুই দেখো
ঐ জানালার ফাঁক দিয়ে; শুনেছি-
সেখানে নকশালিদের বসবাস
কেউ ভয়ে সেখানে যেতে পারে না
সেখানে আমাদের দুজনের দেখা করা…
কে জানে যদি কোনো পুলিশ নকশালি
বলে আমাদের ধরে নিয়ে যায়
দেখনি কি অবস্থা করেছে…
কাঠি কুন্ডের সালদাহা পাহাড় থেকে
রূপলাল আর নিরোজতীকে ধরে নিয়ে গেছে
এখন আর আগের মতো নেই ফুলমনি
কিছুই নেই আর আগের মতো আপন
আমাদের বসতভিটার সীমায়
ছোট-খাট যে পাহাড়গুলোও ছিলো
যেখানে ইচ্ছে হলেই দু’জনের দেখা হতো
গরু-ছাগল চরানোর বাহানায়
এখন সেটাও ধ্বংস তান্ডবে উজাড় হয়ে গেছে
সেখানে না আর পলাশের গাছ আছে
না ঘন জঙ্গলের বাঁশর ঝাড়
কাঁটাতারের বেড়া বসে গেছে
দিনরাত শুরু হয়েছে অতন্দ্র পাহারা
এখন সে পাহাড় আমাদের নেই ফুলমনি
মনোরঞ্জন এক পার্কে বদলে গেছে বাবুদের জন্য;
তাদের বউ-বাচ্চাদের আনন্দের জন্য
যেখানে আমাদের মতো লোকদের ঢুকতে মানা!
দেখনি সেদিন- সেই পার্কের পেছনে বসে
যখন নিজেদের সুখ-দুখের আলাপ করছিলাম
কেমন করে চুরির অপবাদ দিয়ে
অপমান করে তাড়িয়ে দিলো
এখন এই সময়ে-যখন চারপাশে
আর কোনো নিরাপদ জায়গা নেই
তুমিই বলো ফুলমনি
আমি কোথায় তোমার
সঙ্গে দেখা করবো
কোন জঙ্গলে কোন পাহাড়ে
দেখা করবো দু’জনে?

ছবি- ছত্তিশগড়ের প্রাচীন আদিবাসী প্রেমিক যুগল ঝিটকু-মিটকির টেরাকোটা প্রতিকৃতি।
—————————–
✿
আদিবাসী
অনুজ লুগুন
ওই যারা সুবিধাভোগী
অথবা সুযোগসন্ধানী
অথবা যাদের সুরক্ষা প্রয়োজন
তারা বলে, ‘তারা নাকি আদিবাসী’
ওই যারা ভোট চায়
বলে, তোমরা আদিবাসী,
ওই যারা ধর্ম প্রচারক
বলে, তোমরা আদিবাসী জংলী।
এই যাদের মানসিকতা –
যারা বলে আমরা আদি নিবাসী
আর তোমরা বনবাসী
আর যে খালি পায়ে
চুপচাপ হাঁটা শুরু করে বুনোপথ ধরে
কখনো বলে না-
আমরা আদিবাসী
সে জানে জংলী গাছগাছড়ায়
নিজের চিকিৎসা করতে
সে জানে বন্যপ্রাণীর গতিপথ দেখে
প্রকৃতির আসল ধরণ
সকল গাছপালা, পাহাড়-পর্বত
নদী-ঝরনা জানে
তারা আসলে কে।
➤ অশোক সিংহ একজন আদিবাসী কবি, জন্ম ৪ ফেব্রুয়ারি ১৯৭১ (দুমকা, ঝাড়খণ্ড)
➤ অনুজ লুগুন আদিবাসী কবি। জন্ম মুন্ডা আদিবাদীদের লুগুন সম্প্রদায়ে 1986 সালের 10 জানুয়ারি। তিনি ২০০৭ সালে রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি সাহিত্যে এমএ করেছেন এবং এখন সেখানে “মুন্ডা আদিবাসীদের গানঃ আদিম আকাঙ্ক্ষা এবং জীবন-রাগ” বিষয় নিয়ে গবেষণা করছেন।
তাঁর আদিবাসী কবিতাগ্রন্থ ‘অঘোষিত ওলগুলান’ বা অঘোষিত আন্দোলনের হিন্দি সংস্করনের পাশাপাশি হিন্দিতে কবিতা লিখছেন। তাঁর কবিতায় ভারতীয় আরেক বিপ্লবী কবি পাষের কিছুটা প্রভাব থাকলেও কবিতায় রয়েছে আদিবাসী জীবনদর্শন ও প্রাণ।