Home » রাশেদ শাহরিয়ারের কবিতা

রাশেদ শাহরিয়ারের কবিতা

ফিলিস্তিন

একটা ভোর ও রাতের মাঝখানে বসে

গাছে গাছে ডাকতেছে পাখি
আজানের সুরে –
শুনে মনে হয় যেন কানতেছে
ফিলিস্তিনের মুয়াজ্জিন

এমন বিষণ্ন স্বরে
ব্যথিত পাতার অন্তরেও বাজতেছে জিকির

পাখির পালকের চেয়েও হালকা শহীদী মৃত্যু
মাতৃভূমি যদি হয় স্বাধীন!

ঈদের পাশে হাঁটছে ভুখা মিছিল 

চটকদার পণ্যের পসরায় ছেয়ে আছে বাজার 

মেধা থেকে মানুষ — সবই আজ বিক্রয়যোগ্য

আমাদের বিক্রি করবার মতন তেমন সম্বল নেই

                         সামান্য গতরের শক্তি ছাড়া 

বিক্রেতার অভাব নেই বলে — জলের দরে বুনে

সভ্যতার শরীরের প্রচ্ছদ

দেখে মনে হয় কাপড়ের মুখ

আদতে মেশিন সেলাই করছে ডলার 

এই ঐশ্বর্যের পাশে মরা মাছের চোখ বুকে নিয়ে 

হলুদ প্রোটিনের ব্যাগ হাতে বাড়ি ফেরে

মাছের দাম শুনে ফিরে আসা পিতার মলিন মুখ 

ভুল করে প্রেসক্রিপশন ঘরে রেখে যাওয়ার অসুখ 

ছেলে ফিরতে পারেনি ঘরে কারো, বাকি মাইনে

বাকির খাতায় নাম কেটে গেছে মুদির দোকানে 

অথচ মালিকের কাছে বাকি পড়ে আছে পাওনা 

খেতে না পাওয়া সন্তানের মুখ মনে করে 

একটা ভুখা মিছিল হেঁটে যায় ঈদের পাশে

গ্রাফিতি

ক্রমে ভাঙতেছে নীরবতা
শহর জুড়ে খবর হলো
বলতেছে গাছ  – কথা

দেয়াল আমার খাতা
সেই খাতাতে লিখেছি গাছ
শরীরে তার পাঁচটি পাতা

পাতা ছেঁড়া নিষেধ – এই বিজ্ঞপ্তি সত্ত্বেও
দিনদুপুরে কারা মুছে দেয় একটা পাতা

এই ভাবে
রাষ্ট্রের তা’য়ে ফুটতেছে মবের মুল্লুক 

Mazhar Ziban

সম্পাদক, লেখালেখির উঠান । কলেজ জীবন থেকে রূপান্তরবাদী রাজনীতির সাথে জড়িত। সামরিক শাসনবিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী। একটি বামপন্থি ছাত্র সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। অনূদিত কবিতার বই আমিরি বারাকা'র কেউ আমেরিকা উড়িয়ে দিয়েছে। সহলেখক: • বাংলাদেশের দলিত সম্প্রদায়: বৈষম্য, বঞ্চনা ও অস্পৃশ্যতা মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষা বরেন্দ্রী আদিবাসীদের চালচিত্র Colonialism Casteism and Development: South South Cooperation as a 'New' Development paradigm জন্ম ১৫ এপ্রিল, ১৯৬৫। নবদ্বীপের বাসিন্দা। পেশায় ইংরেজির শিক্ষক। উপনিবেশবিরোধী চর্চায় ব্যস্ত থেকে উপনিবেশের তৈরি নানা মিথ ভাঙতে। সতত সচেষ্ট। স্রোতের উল্টোদিকে সাতার কেটেই তার আনন্দ। ছাত্রপাঠ্য ইতিহাসের আড়ালে চলে যাওয়া ব্যক্তিবর্গ ও ঘটনাকে উপযুক্ত সম্মান জানিয়ে পাদপ্রদীপের আলোয় তলে। আনার চেষ্টা করেন। উনিশ ও বিশ শতকে বাংলার শিক্ষা, সমাজ ও সংস্কৃতির নানা পরিবর্তনের হালহদিশ খুঁজে বের করে দীর্ঘদিনের 'আইকন'-দের নির্মোহ কাটাছেড়ায় আগ্রহী। কলকাতার একটি প্রতিষ্ঠিত। দৈনিকে আমন্ত্রিত লেখক হিসেবে। সমকালীন সমাজ ও রাজনীতি নিয়ে অনিয়মিতভাবে ফিচার লেখেন। এটিই তার প্রথম প্রকাশিত গ্রন্থ। অপ্রচলিত বইপত্তর পড়া ও টকটাক লেখালেখি ছাড়া তার অন্যতম শখ। ভারতীয় ডাকটিকিট ও মুদ্রা সংগ্রহ। প্রচ্ছদ: জ্যোতির্ময় পাল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাষা
Scroll to Top