Home » গুচ্ছ কবিতা ।। আমার রয়েছে বিন্দু বিন্দু ভ্রম ।। ইন্দ্রনীল সুমন

গুচ্ছ কবিতা ।। আমার রয়েছে বিন্দু বিন্দু ভ্রম ।। ইন্দ্রনীল সুমন

 লোকগানকথা
সকলের প্রেম আছে
প্রেমিকাও
আমার রয়েছে বিন্দু বিন্দু ভ্রম, আখরমালায়।

কুড়িয়ে নিয়েছি ঘুম, অবহেলা
কুড়িয়ে নিয়েছি রাজপথধূলি
সহসা গোধূলি এলে
উচ্চারণে বলি ‘ভালবাসি ‘
দিনান্তের তারা খসে পড়ে

মানুষের ইচ্ছেগুলো জড়ো হয়
ঘন হয়
বৃষ্টি হবে বলে

অনাবিল বৃষ্টি হলে প্রেম সরে যায়
উনকোটি ভবিষ্যতে দিন কাটে, ভ্রম কাটে

অনাবিল বৃষ্টি হলে মেঘ সরে যায়
মহাকাব্য ডুবে গেলে
লোকগান জেগে থাকে চরাচরজুড়ে

••• •• ••••

 চলন

বিন্যাসের নিয়মাবলি মেনে
যেটুকু হয়ে ওঠা যায়
তার ঐ পাড়ে
ফুটে থাকে ম্যাজেন্টারানী
নাইন ও’ক্লক!

উবুদশ শৈশব কমজোরি প্রাসঙ্গিকতায়
মৈনাক, আমাদের মৈনাক, বলেছিল-
“সংঘবদ্ধ হও, এ জীবন একলার নয়”
আমি ও মৈনাক হেঁটে হেঁটে ক্লান্ত এখন
অতঃপর
মৈনাক আর আমি, ঘুম এলে পাশ ফিরে শুই


অনিয়মিত কিছু শব্দের খোঁজে
যে মানষু ঘর ছেড়েছিল
গতরাতে আগুনে পুড়েছে
বিয়াল্লিশ মিনিটের ঝড়ে
চুয়ান্ন বছর উড়ো খই হয়ে উড়ে গেছে
শুধু
নাভিমূল স্নিগ্ধ হল কালো গঙ্গাজলে

••• •• ••••

✿ ঘরোয়া বিড়াল 
যথেষ্ট বাঁচার পর যতটুকু শ্বাস বেঁচে থাকে
তাকে দিও আহির আলাপ
উদ্বৃত্তের দম্ভ এসে
ঢেকে দেয় তৃতীয়ার চাঁদ
অর্থহীন, প্রেমহীন ফ্যাকাশে আকাশ
ক্ষয়ে যায়, রয়ে যায় বিন্দু বিন্দু ক্ষত
বিগত জীবনের পাপ, ক্লেদ, অস্তিত্বের ছিটেফোঁটাটুকু

রয়ে যায় শোক, বিচ্ছেদ
নিভু নিভু তারাদের কলোনিপাড়ায়
রাত্রি নামে, কাত হয়ে শুয়ে থাকা ঘরোয়া বিড়াল
আড়মোড়া ভাঙে, গন্ধ নেয় শিকারের
গন্ধ নেয় জীবনের, অথবা মৃত্যুর

••• •• ••••

✿ ঈশ্বরের মতো 
আগামী জুলাইয়ে পাহাড়ে যাব
আগামী বর্ষায় ঝাপসা পপলার সারি এঁকে ফেলবো জলরঙে
আগামী বসন্তে হলদু টিপ পরাবো তোমার কপালে
পরবর্তী শীতে বার-বি-কিউ হবে অনুজাদের ছাদে

তুমি বাঁ-হাতের চেটো দিয়ে লেপটে ফেলো হলদু বসন্ত
আমি পোড়া মাংসে কামড় দিয়ে বলে উঠি- ওয়াও!
পপলার পাতায় গলে পড়ছে জলরঙ
কান্নার মতো, উপত্যকা ধুয়ে নেমে যাচ্ছে অতলে
আমি গরম মাংসের স্বাদ নিতে নিতে পুরুষ হয়ে উঠি

বৃষ্টি সরে যায়
দৃষ্টি সরে যায়
সুরবাহার বেজে ওঠে সপ্তকে

আগামী জুলাইয়ে আমি সমস্ত দেওয়া কথা ফিরিয়ে নেব
পপলার গাছের কলোনি উচ্ছেদ করে তৈরি করব টুইনটাওয়ার
আগামী বসন্তে তোমার থেকে মুখ ফিরিয়ে আমি
অবিকল ঈশ্বরের মতো দেখতে হয়ে যাব

Ajit Dash

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাষা
Scroll to Top