আগামী ১৯ মে মঙ্গলবার, ২০২০ থেকে ২৩ মে শনিবার, ২০২০ পর্যন্ত লেখালেখির উঠান ফেসবুক পেজে (www.facebook.com/uthonbangladesh) সরয়াসরি সম্প্রচারে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সঙ্গে থাকবে- লেখক গবেষক জাভেদ হুসেন, লেখক সংস্কৃতিকর্মী হুমায়ুন আজম রেওয়াজ , লেখক-গবেষক রজতকান্তি রায় লেখক-সম্পাদক মিঠুন রাকসাম।
১৯-০৫-২০২০, মঙ্গলবার রাত ৮.৩০ টায় উর্দু সাহিত্য নিয়ে আলোচনায় থাকবেন জাভেদ হুসেন
২১-০৫-২০২০, মঙ্গলবার রাত ৮.৩০ টায় লোকসঙ্গীত, কীর্তন নিয়ে আলোচনায় থাকবেন হুমায়ুন আজম রেওয়াজ
২২-০৫-২০, শুক্রবার রাত ৮.০০ টায়, বাংলাদেশের খাদ্যসংস্কৃতি নিয়ে আলোচনায় থাকবেন রজতকান্তি রায়
২৩-০৫-২০২০, মঙ্গলবার রাত ৮.৩০ টায় থকবিরিম ও বাংলাদেশের আদিবাসী সাহিত্য নিয়ে আলোচনায় থাকবেন মিঠুন রাকসাম
লেখালেখির উঠান এর নিয়মিত পাঠক-লেখক সহ এই সময়ে সাহিত্যের নানা শাখায় আগ্রহী পাঠক-লেখকদের উক্ত লাইভ সম্প্রচারে অংশগ্রহন করার আমন্ত্রণ
করা হলো। আশাকরি আপনারা সম্প্রচারের দিন আলোচিত বিষয় নিয়ে বক্তাদের নিকট নানা প্রশ্ন উত্থাপনের মধ্য দিয়ে সম্প্রচারটি সার্থক করে তুলবেন।
সবাই ভাল থাকুন, নিরাপদে থাকুন, ঘরে থাকুন
“ঘর আলাদা হলেও উঠান হোক সবার”
—–
প্রয়োজনে যোগাযোগঃ
মাজহার জীবন, সম্পাদক, লেখালেখির উঠান — ০১৭১৩২৭৩৮২৬
অজিত দাশ, শিল্প সম্পাদক, লেখালেখির উঠান—- ০১৬৭৬২৯৩৮২৫