মার্কস ও মুক্তির লড়াই ।। আলোচকঃ জাভেদ হুসেন ।। ৮ মে, বিকেল ৩.৩০ টা

” আমরা ব্যক্তিগত সম্পত্তির অবসান চাই শুনে আপনারা আতঙ্কিত। অথচ আপনাদের বর্তমান সমাজে জনসমষ্টির শতকরা নব্বই জনের ক্ষেত্রেই তো ব্যক্তিগত মালিকানা ইতিমধ্যেই লোপ করা হয়েছে।অল্প কয়েকজনের ক্ষেত্রে সেটা আছে শুধু ওই দশ ভাগের নয় ভাগ লোকের হাতে নেই বলে।সুতরাং যে ধরনের মালিকানা বহাল থাকার অপরিহার্য শর্ত সমাজের বিপুল সংখ্যাধিক মানুষের কোন সম্পত্তি না থাকা,সেই মালিকী ব্যবস্থা আমরা তুলে দিতে চাই,আপনাদের উচ্ছেদ চাই,এটাই আমাদের বিরুদ্ধে বুর্জেয়া শ্রেণীর অভিযোগ।ঠিক তাই।আমাদের সংকল্প ঠিক তাই।”
— কার্ল মার্কস( কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো)

৫ মে, ১৮১৮ সাল।মহান দার্শনিক কার্ল মার্কস এই দিনেই জার্মানীতে জন্মগ্রহণ করেন। জন্মের দুশো বছর পরে মার্কস আজও সমান প্রাসঙ্গিক।মার্কসের জীবন ও মার্কসবাদ পরস্পর বিচ্ছিন্ন নয় বরং অন্তর্গতভাবে মিলিত।

মার্কস গভীরভাবে তাঁর পূর্বের সমাজকে অধ্যায়ন করেছিলেন।আবিষ্কার করেন পুঁজিবাদী ব্যবস্থার অন্তর্গত সংকটের কারন। তিনি দেখিয়েছেন, ” মানব সমাজের ইতিহাস, শ্রেণী সংগ্রামের ইতিহাস”

পুঁজিবাদী ব্যবস্থায় একদিকে কিছু মানুষ সম্পদের পাহাড় গড়ছে,অন্যদিকে লক্ষ- কোটি মানুষ গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে দিনানিপাত করছে। শিল্প- সাহিত্য- বিজ্ঞানসহ সভ্যতার অর্জিত সকল ফসল আজ মুনাফার কাছে জিম্মি।
মার্কসবাদ এমন দর্শন যা পরিবর্তনের কথা বলে,প্রগতির কথা বলে।এ সম্পর্কে মার্কস বলেছিলেন,”এ পর্যন্ত দার্শনিকরা কেবলমাত্র নানাভাবে পৃথিবীকে ব্যাখা করেছেন। মূল কাজ হলো একে পাল্টানো”

আড্ডায় থাকবেন প্রাবন্ধিক ও অনুবাদক জাভেদ হুসেন।

চলে আসুন——ডাকসু ভবনের ২য় তলায়- আড্ডা হবে,গল্প হবে—

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাষা
Scroll to Top