মৃত্তিকা আলাপে
এই প্রুফরিডার বাতাস
এই অবচেতন অন্ধকার
না-বলা আঘ্রাণে আমাদের পাশে
না না বলে আচমকা চমকায়!
যেন তার প্রেম ফুরায় না
যেন সে বদ্ধ পাগল, গাঢ় টানে
ছিঁড়ে ফেলে প্রেমান্ধ তাপ
ছিঁড়ে ফেলে আগুনের জ্যোতি
অথচ চোখ মেলে দেখি
প্রেমের গল্প সব জমে ক্ষীর
এ-পৃথিবীতে তার দিন শেষ
অনেক হয়েছে অপমান
অনেক কষ্ট-যাপন, অনেক অন্ধকার
এবার খ্যান্ত দাও, চোখ মেলো
ভুলভাল বেছে বেছে গান
অনেক হয়েছে গাওয়া
তারচেয়ে চলো ভুল ভাঙি
অন্যকোনো দুরাশায় দিন
হয়ে যাক ফের প্রশস্ত রঙিন
ভুলে যাক আগের কথা
আরেক পৃথিবীর অপেক্ষায়
আগামীকে ধরে নিয়ে নব্যচুমু
শেষ করে দিক পৃথিবীর অসুখ
দিনে দিনে কেঁপে ওঠা চোখ
দিয়ে যাক হাততালি- ব্রাভো! ব্রাভো!
প্রুফরিডার বাতাস মশগুল
মাশুলের ধারদেনা অনেক হলো
মধ্যরাত, মধ্যবর্তী হাত
টেনে নেয় বসন্ত সংবাদ
কামড় বসিয়ে দেয় গালে
তারপর চেটে চেটে ব্যথা তোলে
আপ্রাণ বুনে দেয় শ্বাস-প্রশ্বাস
খুব জেদ, খুব রাগ তার
ত্রিমাত্রিক অন্বেষণে ভুলে ছিলাম
আকাশে বিদ্যুৎ রেখা দেখে
শোধ হয় জীবনের ভার
অসহ্য আবাহন ডাকে
নামমাত্র মূল্যের বায়স্কোপ জীবন
চরকায় বুনে যায় উথাল মাপে
ভেঙে ভেঙে পাড়ি দেয়
স্রোতান্ধ মরিচিকা নদী
তাহলে কী প্রয়োজন
এই প্রেম এই আলিঙ্গন
তাতেই বা কী যায়-আসে
দিনশেষের গান ভেসে আসে
আ-মর্ম উদযাপনের কালে
বিবিধ হিসাব হয় গাঢ়
ফলে যায় ভবিষ্যৎ বাণী
আপন আয়না ভেঙ্গে
উড়ে যাক ত্রস্থ পাখি
কোলাহলের রাখঢাক কণ্ঠ ছাড়ে
তোকে যে যেতে হবে অনেকদূরে
মাত্রাছাড়া গান শেষে
অগুণতি ইশারা টেনে
হেসে হেসে কিংবা কেঁদে
ওরে তোকে যেতে হবে
নিঃশব্দ আঁধার কেটে
মোহন ভোরে কিংবা
অজানা যাত্রা ঝোঁকে
পৃথিবীর বিশাল ষড়যন্ত্রে
নাভিশ্বাস আঘাতের আগে অথবা
গুঁড়ো গুঁড়ো তামাকের ঘোরে
ওরে তোকে যেতে হবে
মন-বলা বাতাসের আঁচল ছিঁড়ে
দূরের অধম ঘাট ধুকে ধুকে ডাকে
যেখানে জাবর কাটে স্মৃতিদের পাখা
সেখানেও ভুলভাল জীবনের মানে
প্রুফরিডার চোখ খুঁজে খুঁজে
পড়ে নেয় লিলুয়া বাতাসে
বহমান কালস্রোত অজানা তাপে
পোড়াচ্ছে দেহঘর দারুণ রাগে
বিবিধকালের এই আকাঙ্ক্ষা ফের
বাঁকা চোখে তাকিয়ে দেখে
অজানা ভঙ্গিতে কেউ
খুঁজে ফেরে হারানো জামা
তাহার বয়স হয়ে ইহারা এসে
উহার বয়স ছোঁয় উত্তাপ গানে
এভাবেই পালাক্রমে দিনে দিনে
আকুল বর্ষা চেয়ে কেটে গেছে
মজবুত অহংকার, বিশুদ্ধ জ্বর
প্রুফরিডার আকাশে
লেখা আছে সবকিছু
উদ্ধত আয়োজনে বিষম প্রাণে
শস্যদানা হয়ে মৃত্তিকা আলাপে।