Home » অন্তরীণ সময়ের কবিতাগুচ্ছ ।। পোড়ো উঠোনে বাসা বেঁধেছে সময়ের চড়ুই ।। আবদুস সালাম

অন্তরীণ সময়ের কবিতাগুচ্ছ ।। পোড়ো উঠোনে বাসা বেঁধেছে সময়ের চড়ুই ।। আবদুস সালাম

♦ বৃহন্নলা সময় ♦
চড়াই উৎরায় ভেঙে নদী বয়ে চলে
নিজস্ব গতি মেনে হয় ছান্দিক
পোড়ো উঠোনে বাসা বেঁধেছে সময়ের চড়ুই

এখন প্রথা না মানাটাই প্রথা
নিষ্ফলা আগ্রাসন চড়া ফ্যালে
পথ আগলে ধরে সময়ের বালিয়াড়ী

সময়ের উত্তাপে ঝরে পড়ে যন্ত্রণা
বিরাজ করে অন্ধকার

দাগ খুঁজে পায় শয্যাশায়ী সমাজ

হৃদয় খুঁড়ে দেখি গল্পের ভাণ্ডার শূন্য –
খুঁজে চলেছি অন্ধকারের পৃথিবী
আকাঙ্খারা আকাশে উড়ে উড়ে ক্লান্ত
সুন্দর দিনগুলো ফুরোবার আগেই বিষাদ ঝরে পড়ে!
দুঃখের ভাষা সংশোধন করি

সময়ের গভীরে বাসা বাঁধে উৎপীড়নজনিত অসুখ
বেশি বেশি করে মনে পড়ে “পূর্ণিমা চাঁদে রুটি ঝলসানোর” গল্প

যখন একলা থাকি আবৃত্তি করি সুকান্তর “দেশলাই”

♦ সময়ের কড়চা ♦
কুচক্রী মেঘ
প্লাবিত হয় জীবন
মহাকাব্যের বীরগাথা হাহাকারে মশগুল
কুচক্রী মেঘ কার প্ররোচনায় বজ্রপাত ঘটায় কে জানে
ধর্মবেদী খুঁড়ে দেখি জড়ো হয়ে আছে সভ্যতার গোঙানী

কুচক্রী মেঘ ডানা মেলে পাহারা দিচ্ছে সভ্য মানুষের অসভ্য আচার

♦ বিপন্নতার মেঘ ♦
ধর্ষিত বিপ্লব ভাসিয়া বেড়াইতেছে আকাশে
খুঁজিয়া চলিয়াছে বিপন্ন আয়ু

ভাঙা চোরা পাতায় সেলাই করিলাম স্বপ্ন
কোমরে বাঁধিলাম বৈরাগ্যের কবজ
হারাইয়া ফেলিলাম নিশানা

ছন্নছাড়া বিপ্লব থিতু হইল না
বৈরাগ্য চাষ করিলাম আয়ুর ক্ষেতে
বিপন্ন জীবনেরা মেঘের ভেলায় চড়িল
চোখের পাতায় নামিয়া আসিল অন্ধকার

আমি কি হইলাম বোঝার আগেই গ্রেপ্তার হইলাম বিপন্নতার দায়ে

♦ বিবর্ণ যাপন ♦
আমার স্বপ্নের বারান্দায় সূর্য আসিল না
অন্ধকারের বুক চিরে বাহির হইয়া আসিল হাহাকার
মাখিয়া নিলাম সূর্যের উষ্ণতা বর্জিত ধুলো

তিলক আঁকিলাম
খসে পড়িল জীবনের ছদ্মপরিভাষা
নাম লিখাইলাম সাধুর আখড়ায়

হাহাকার বুকে নিয়ে ঘর করিবার চেষ্টা ও করিলাম বিস্তর
পা বাড়াইলাম ভ্রষ্টের পথে
সুখের ঘর বাঁধিলাম বালুর চরে

লালন করিলাম বিপন্ন মরুর নিশিযাপন
স্বপ্নের রাজকন্যারা চুম্বন করিতে আসিল
আমি শিউরে উঠিলাম —

জলের ঢেউ ফণা তুলিল
সর্বহারা হইলাম
দেখিলাম রাস্তায় রাস্তায় টাঙানো আছে প্রবেশ নিষেধের বিজ্ঞাপন

Ajit Dash

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাষা
Scroll to Top